উদয়পুরঃ
স্ত্রী সন্তান সহ শ্বশুর বাড়িতে যাবার পথে ড্রাগস সহ আটক এক নেশা বিক্রেতা। শনিবার সন্ধ্যা নাগাদ মেলাঘর তেল গাজলা এলাকার বাদল সাহা নামে এক নেশা বিক্রেতা নেশা সামগ্রী বন্টন করতে একটি বাইকে করে তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে উদয়পুর আসে। যদিও ওই নেশা বিক্রেতার কার্যক্ষমতা এবং চিন্তন ক্ষমতা প্রশংসার দাবি রাখে। স্ত্রী সন্তান নিয়ে বাইকে চেপে ড্রাগস সহ আসলে কেউ সন্দেহ করবে না, পাশাপাশি ব্যবসার ফাঁকে শ্বশুরবাড়িতেও একটু আদর আপ্যায়ন মিলবে। তবে শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না বাদলের, এত বুদ্ধি খাটিয়েও বাদল এখন চৌদ্দ শিখের ভেতরে। শনিবার সন্ধ্যায় উদয়পুর ছনবন এলাকায় রাধা কিশোরপুর পুলিশের হাতে ড্রাগ সহ আটক নেশা বিক্রেতা বাদল সাহা।পুলিশের কাছে খবর ছিল বাদল উদয়পুরে বিপুল পরিমাণে নেশা সামগ্রী দীর্ঘ বহুদিন ধরে আমদানি করে আসছিলাম। তবে তার বুদ্ধি চিন্তন এর কাছে পুলিশকে পিছু হাটতে হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে না চোরের ১২ দিন তো গৃহস্থের একদিন। না হলো নেশা বিক্রি, না মিলল শ্বশুরবাড়ির আপ্যায়ন।আপাতত নেশা বিক্রেতা বাদল এর ঠিকানা এখন রাধা কিশোর পুর থানা। পুলিশ তার কাছ থেকে একটি বাইক, মোবাইল ফোন সহ দুই পাউজ ড্রাগ বাজেয়াপ্ত করেছে। এনডিপিএস ধারায় একটি মামলা নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও খোঁজখবর চলছে।