Home BREAKING NEWS সরকারী ভাতা থেকে কংগ্রেস পরিচালিত ১০টি পঞ্চায়েত  

সরকারী ভাতা থেকে কংগ্রেস পরিচালিত ১০টি পঞ্চায়েত  

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ

গৌরনগর আরডি ব্লকের অধীনে ১০টি কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত গুলিতে বিভিন্ন রকমের সামাজিক ভাতা সরবরাহ করা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে গৌরনগর আর ডি ব্লকের সিডিপিওর বিরুদ্ধে। আজ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে গৌড়নগর আর ডি ব্লকের সিডিপিওকে উনার কক্ষে আটকে রেখে উনার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা কংগ্রেস কমিটি ঘেরাও করার পূর্বে গৌরনগর বাজার এলাকায় এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদের দাবি সমহারে ভাতা বন্টন করা হচ্ছে না ৩২৫টি বিভিন্ন রকম সামাজিক ভাতা প্রদান করা হলে ও গৌরনগর আর ডি ব্লকের অধীনে কংগ্রেস পরিচালিত ১০টি গ্রাম পঞ্চায়েত সেই ভাতা থেকে বঞ্চিত জেলা কংগ্রেস কমিটির অভিযোগ বিজেপি দলের কার্যকর্তারা তাদের কর্মীদের ভাতা দিচ্ছে যার কারণে অন্যরা বঞ্চিত হচ্ছে সেই সামাজিক ভাতা থেকে পাশাপাশি বিজেপি দলের কার্যকর তাদের নির্দেশ মতো সিডিপিও তা স্যাংশন করে দিয়েছেন পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার নিয়োগ করা হলেও তাতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিশেষ করে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে জেলা কংগ্রেস কমিটি তাদের দাবি গরিব লোকেদের না দিয়ে অর্থের বিনিময়ে অন্যদের পাইয়ে দেওয়া হচ্ছে যা এটা মোটেই ঠিক নয় গরিবরাই সেটার প্রাপ্য যার ফলে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় টানা তিন ঘন্টা সিডিপি ওকে উনার কক্ষে রেখে উনার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা কংগ্রেস কমিটি পরবর্তীকালে সিডিপি এল ডারলং উনাদেরকে লিখিতভাবে আশ্বাস দেনযে উনি উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তারপর জেলা কংগ্রেস কমিটি ঘেরাও মুক্ত করে নেয় আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চন্দ্রশেখর সিনহা কংগ্রেস দলের অন্যতম নেতা মোঃ রনু মিয়া পশ্চিম ইয়াজীখাওরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হদিস মিয়া কংগ্রেস দলের নেতা প্রশান্ত সিনহা থেকে শুরু করে আরো অনেকে আজকের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato