সাব্রুমঃ
একদিকে যেমন শিক্ষক সঙ্কট রয়েছে তার পাশাপাশি রয়েছে প্রত্যন্ত এলাকার বিদ্যালয় গুলোতে কর্মরত শিক্ষক দের ফাঁকিবাজিও।সাব্রুম মহকুমার জনজাতি অধ্যুষিত এলাকা বৈষ্ণবপুর হাসপাতাল সংলগ্ন এলাকাতে রয়েছে বৈষ্ণবপুর আবাসিক বালিকা বিদ্যালয়।প্রথম থেকে পঞ্চম শ্রেণি এই বিদ্যালয়ে ছাত্রী রয়েছে ৮৬ জন, প্রধানশিক্ষক সহ শিক্ষক রয়েছে চার জন
রূপাইছড়ি বিদ্যালয় পরিদর্শকের অধিনে এই বিদ্যালয়ে পঠনপাঠন লাটে উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকে ও নিয়মিত বিদ্যালয়ে পাওয়া যায়না,বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে পাওয়স যায়নি প্রধান শিক্ষক হেমেন্দ্র রিয়াং কে। এই বিদ্যালয়ের করমতি ত্রিপুরা নামের আরেক দিদিমনি বিদ্যালয়ে এসে হাজিরা খাতা স্বাক্ষর করে বিদ্যালয় থেকে বেড়িয়ে গেছে। কোথায় গেলো তা বিদ্যালয়ে থাকা অন্য শিক্ষকরা জানেন না বলে জানান,তেমনি প্রধানশিক্ষক ও কেন অনুপস্থিত তা তারা জানেনা। সবমিলিয়ে এই মাগরুম আবাসিক বালিকা বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে ।