আগরতলাঃ
সহযোগিতার নাম করে প্রতারণার অভিযোগে আবারো জিবি হাসপাতাল থেকে গ্রেফতার এক প্রতারককে। ধৃত প্রতারকের নাম বিজয় ধানুক। বাড়ি শ্যামলী বাজার এলাকায়। রক্ত পরীক্ষার নাম করে এক সহজ সরল উপজাতি যুবকের কাছ থেকে হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। রাজ্যের অন্যতম প্রধান হাসপাতালে প্রতারকদের এই বাড়বাড়ন্তে আতঙ্কগ্রস্থ রোগীসহ তার নিকট আত্মীয়রা।
রাজ্যের অন্যতম সরকারি প্রধান হাসপাতাল জিবি হাসপাতাল। প্রতিদিন চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসছেন এই হাসপাতালে। উন্নত চিকিৎসার প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষের একাংশ জিবি হাসপাতালে ছুটে এসে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। চোরচক্রের দাপটে আতঙ্কগ্রস্ত থাকেন রোগি ও তার পরিবার-পরিজনেরা। চোর চক্রের দাপটের সাথে পাল্লা দিয়ে জি বি হাসপাতাল চত্বরে এখন বেড়েছে প্রতারকদের বাড়বাড়ন্ত। আর এই প্রতারকদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। প্রতারক চক্রটি রোগী ও তার পরিজনদের কাছ থেকে সহযোগিতার নাম করে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। তা আবারো প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার। এদিন রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে প্রতারণা করতে এসে হাতেনাতে ধরা পরল এক বখাটে যুবক। ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে বেশ কিছুদিন আগে অমরপুর এলাকার এক উপজাতি যুবক তার বোনকে শারীরিক অসুস্থতার কারণে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জিবি হাসপাতালের চিকিৎসকরা উপজাতি যুবকটিকে তার বোনের কিছু রক্ত পরীক্ষা লিখে দেন। তারপর ওই উপজাতি যুবক রক্ত নিয়ে সরকারি রক্ত পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে জিবি শ্যামলী বাজার এলাকার বখাটে যুবক বিজয় ধানুক যুবকটিকে রক্ত পরীক্ষা করিয়ে দেবে বলে ৩০০০ টাকা দাবি করে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে উপজাতি যুবকটি। তারপরেই তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক হাজার টাকার মধ্যে রক্ত পরীক্ষা করিয়ে দেবে বলে ১০০০ টাকা হাতিয়ে নেয় উপজাতি যুবকের কাছ থেকে। প্রতারক যুবক বিজয় ধানুক টাকা নিয়ে হাসপাতাল চত্বর থেকে কেটে পড়ে। তখন উপজাতি যুবকটি হতবাক হয়ে পড়ে।এর কিছুক্ষণ বাদে প্রতারক বিজয় ধানুক আবার উপরে প্রতারণা করতে আসে।তখন উপজাতি যুবকটি তাকে হাসপাতাল চত্বরে পেয়ে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়দের সহযোগিতায়। পরে প্রতারক বিজয়কে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।