Home BREAKING NEWS বিদ্যুৎ দপ্তর যেন “যমালয়”, চরম গাফিলতিতে আবার আহত এক বৃদ্ধা

বিদ্যুৎ দপ্তর যেন “যমালয়”, চরম গাফিলতিতে আবার আহত এক বৃদ্ধা

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ

বিদ্যুতের তার ছিড়ে ১ বৃদ্ধ মহিলার উপর পড়ে যাওয়ার কারণে গুরুতর ভাবে আহত হয় ওই মহিলা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার। সংবাদে প্রকাশ ভগবাননগর স্কুল পাড়া এলাকার এলটি লাইনটি দীর্ঘদিন ধরে বিপদজনক অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা দফায় দফায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও সাই কম্পিউটার লিমিটেড সেদিকে কোন কর্ণপাত করেনি এবং লাইন সাড়াই এর ব্যাপারেও কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এলাকাবাসীরা অনেকবার বিদ্যুৎ অফিসে ধর্না দিলেও কাজের কাজ কিছুই হয়নি। যার কারণে আজ এই দুর্ঘটনা ঘটে। আজ সকালে ওই এলাকার বাসিন্দা সন্তোষী সূত্রধর , বয়স ৭০,, বাড়ির কাজ করার সময় হঠাৎই বিদ্যুতের তারটি ছিড়ে ওই মহিলার উপরে পড়ে যায়। এতে করে ওই মহিলাটি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা । গিয়ে গুরুতর আহত ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ।

স্থানীয়রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের উপর একরাশ ক্ষোভ উগড়ে দেন । উনারা বলেন যদি এই এলাকায় বিদ্যুতের লাইনটি সারাই না করা হয় তাহলে আগামী দিনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আজ যদি ওই মহিলার মৃত্যু ঘটতো তবে কি এর দায়ভার বহন করত কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড ? উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা ভগবাননগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

You may also like