Home BREAKING NEWS বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে আরও প্রান নাশের আশঙ্কা এই রাজ্যে !

বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে আরও প্রান নাশের আশঙ্কা এই রাজ্যে !

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

বিদ্যুৎ দপ্তর টা যেন ধৃতরাষ্ট্রের ভূমিকা অবতীর্ণ।বিদ্যুৎ দপ্তর কোনভাবেই শিক্ষা নিচ্ছে না বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও। ৩৩ হাজার হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটি ঝুলে আছে রাস্তার উপর এলাকার কৃষক থেকে সাধারণ জনগণ ভয়ে হাঁটতে পারছে না রাস্তা দিয়ে, কৃষকরা জমিতে নামাতে পারছে না ট্রাক্টর।বিগত ছয় মাস যাবত এই ধরনের অবস্থা। সুকান্ত নগর পঞ্চায়েতের শংকরমঠ এলাকায় ৩৩ হাজার হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন খুঁটিসহ ঝুলে আছে রাস্তার উপরে, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এলাকার সাধারণ জনগণ বনকর কল সেন্টারে জানানোর পর তাদেরকে বলা হয় বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরকে জানাতে সেখানে জানানোর পর বলা হয় রাজনগর বিদ্যুৎ দপ্তরকে জানাতে, বিগত বহুদিন যাবত প্রতিটি জায়গায় জানানোর পরও দীর্ঘ অপেক্ষার পর কোন কাজের কাজ কিছুই হয়নি। এলাকার সাধারণ জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতেযেমন ভয় পাচ্ছে তেমনি ভয়ে কৃষকরা জমিতে নামাতে পারছেন না ট্রাক্টরনিয়ে ; এই অবস্থায় দারস্ত হয়েছেন সংবাদমাধ্যমের। বিগত কিছুদিন আগে উল্টো রথে কুমারঘাটে ৩৩ হাজার হাই ভোল্টেজ তারের সংস্পর্শে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু বড় দপ্তরের কোন ধরনের শিক্ষা হয়নি। দপ্তরের এই ধরনের গাফিলতির জন্য যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকার সাধারণ জনগণ চাইছে দপ্তর ধৃতরাষ্ট্রের ভূমিকা ত্যাগ করে অতিসত্বর ৩৩ হাজারের এই হাই ভোল্টেজ বিদ্যুৎ খুঁটি পরিবর্তন করে যেন এলাকার জনগণকে ভয় মুক্ত করেন এবং এলাকার মানুষ এবং কৃষকরা যাতে জমিতে ট্রাক্টর নিয়ে চাষবাস করতে পারেন সেই ব্যবস্থা করেন বিদ্যুৎ দপ্তর।

You may also like