দিল্লিঃ
যতই একত্রিত হবার চেষ্টা চলছে ততই বিভিন্ন সমস্যা পথের কাঁটা হয়ে দাড়াচ্ছে বিরোধী শিবিরে। পাটনায় প্রথম পর্যায়ের বৈঠকের পর খানিকটা ফ্রন্ট ফুটেই খেলা শুরু করেছিল বিরোধী জোট। তবে মহারাষ্টের বিরোধী জোটের অন্যতম মুখ শরদ পাওয়ারের দলে ভাঙ্গনের পর আবার ব্যাকফুটে বিরোধীরা। আর এর মধ্যেই বিরোধী জোটের ২য় বৈঠকের স্থান সময় নিয়ে জ্বল্পনা শুরু হয়ে গেছে। এনসিপি প্রধান শরদ পওয়ার বৃহস্পতিবার জানিয়েছিলেন, হিমাচল প্রদেশের শিমলা নয়। বিজেপির বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে কংগ্রেস শাসিত আর এক রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সোমবার সে কথা জানানো হয়েছে বৈঠকের ‘আয়োজক’ কংগ্রেসের তরফে।
যদিও শরদ বৈঠকের ‘সম্ভাব্য দিন’ হিসাবে ১৩-১৪ জুলাইকে চিহ্নিত করলেও সোমবার এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, ‘‘আলোচনার মাধ্যমে স্থির হয়েছে, আগামী ১৭-১৮ তারিখে বেঙ্গালুরুতে বিজেপ বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে।’’ গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাসভবনে বিরোধীদের বৈঠকের পর জানানো হয়েছিল শিমলায় পরবর্তী বৈঠক হবে। পরে কংগ্রেস নেতৃত্বের ‘আগ্রহেই’ কর্নাটকে ওই বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর।