
গন্ডাছড়াঃ
ঘটনা গন্ডাছড়া মহকুমা থানার অন্তর্গত নারায়নপুর ভিলেজের মল্লিকপাড়া এলাকায়। দেবশ্রী পালের বাড়ি ধলাই জেলা কুলাই স্কুলের পাশে পাড়া। বিয়ে হয়েছিল গন্ডাছড়া মহকুমার মল্লিক পাড়ার বাসিন্দা জুটন মল্লিকের সাথে। জুটনের স্ত্রী এবং এক মেয়ে ছিল। জুটন এবং দেবশ্রীর অবৈধ প্রেম ছিল। প্রথম স্ত্রী কন্যা সন্তানকে ফেলে রেখে বাপের বাড়ি চলে যান দীর্ঘদিন হয়েছে। গতকাল রাত জুটন যখন বাজারে যান বাজার থেকে ফিরে এসে দেখেন যে তার থাকার ঘরের দরজা বন্ধ। মাকে জিজ্ঞাসা করলে মা বলেন যে ঘরেই বোধহয় আছে। ডাকাডাকির পর দরজা না খুললে নুতন ঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করতে দেখেন যে তার দেবশ্রী ফাঁসিতে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে গণ্ডাছড়া থানায় খবর দেওয়া হলে গণ্ডাছড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং রাত ১১ টায় গন্ডাছড়া মহকুমার হাসপাতালের মর্গে নিয়ে আসেন। তদন্তকালীন দেবশ্রী হাতের লেখা একটি ডাইরি পাওয়া যায় তাতে কি লেখা আছে এই বিষয় নিয়ে পুলিশ এখনো মুখ খুলেননি। তারা দেবশ্রী হাতের লেখা ডায়েরী কি লেখা আছে তা দেখে তারা তদন্ত নামবেন এখন তারা মুখ খুলতে রাজি নয়। আজ ময়না তদন্তের পর দেবশ্রী মৃতদেহ তার শশুর বাড়ি পরিবারের হাতে তুলে দেন। দেবশ্রীর মৃত্যু নিয়ে ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
