তেলিয়ামুড়াঃ
লোকসভা নির্বাচন আসন্ন। আর এবারও রাজ্যের দুটি আসন ধরে রাখতে মরিয়া শাসক দল বিজেপি। তবে এইবার পুর্ব ত্রিপুরা আসনে কড়া প্রতিদ্বন্দিতা দিতে পারে তিপ্রামথা। আর সেই কারনেই মথার ঘরে ক্রমাগত হানা দিচ্ছে বিজেপি। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনজাতিদের দলে যোগদান করাচ্ছে বিজেপি। অন্যদিকে তিপ্রামথার দেখানো স্বপ্নে বিশ্বাস হারাচ্ছে রাজ্যের জনজাতিরা। আর সেই কারনেই দিকে দিকে মথার সঙ্গ ছাড়ছে জনজাতি ভোটাররা। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থেকে অনেকটা পিছিয়ে গিয়ে বিভ্রান্ত মথা সুপ্রীমো প্রদ্যুত কিশোর । আর মহারাজের বিভ্রান্তিতে দিশেহারা দলের কর্মী সমর্থকরা। আর সেই কারনেই তারা আর সেই দলে থাকতে চাইছে না। এবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হদ্রাই এলাকায় ৪২ পরিবারের ১০৯ জন ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলে বরন করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।