
কাকড়াবনঃ
জমি মাফিয়াদের অবৈধ ভাবে মাটি খনন এবং দমকল বিভাগের গাফিলতির কারনে প্রান গেল এক শিশুর। রবিবার আবারও এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হল রাজ্যবাসীকে। কাকড়াবনের কিশোরগঞ্জ লালটিলা এলাকার ঘটনা। অবৈধভাবে মাটি খনন তার উপর ক্রমাগত বৃষ্টির কারনে উচু এক টিলা থেকে মাটি ধ্বসে পরে। আর ঠিক সেখানেই বসে খেলা করছিল চার-পাচটি শিশু। খেলার আনন্দে বিভোর অবুঝ শিশুগুলির উপর হঠাৎ ভেঙে পরে পাহাড় সম মাটির স্তূপ। ঘটনাস্থলেই মাটি চাপা পরে দুটি শিশু। এর মধ্যে একটি শিশু উপর বৃহদাকার মাটির খন্ড এসে পরার এলাকাবাসীরা শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। খবর দেওয়া হয় দমকল অফসে। কিন্তু ঐ সময় দমকলের একটি মাত্র গাড়ি অন্য একটি ঘটনায় যুক্ত থাকায় লালাটিলায় সেই ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় দমকল কর্মীদের। এলাকাবাসিরাই তখন হাত লাগিয়ে উদ্ধার করে শিশুটিকে। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে যায় । একটি শিশু ঘটনাস্থলেই প্রান হারায়। স্বামী পরিত্যাক্তা মহিলা তার কোলের কন্যা সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পরে। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং মৃত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান তার পাশাপাশি আহত আরেক শিশুর চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।