Home ত্রিপুরা তেলিয়ামুড়ায় গনমুক্তি পরিষদের ৮ দফায় ডেপুটেশন

তেলিয়ামুড়ায় গনমুক্তি পরিষদের ৮ দফায় ডেপুটেশন

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

সিপিআইএমের শাখা সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদের, তেলিয়ামুরা বিভাগীয় কমিটির উদ্যোগে, আজ তেলিয়ামুড়া মহকুমা শাসক নিকট, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশনের মাধ্যমে, স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনের পূর্বে তুই মধু এলাকা থেকে, গণমুক্তি পরিষদের সমর্থকরা মিছিল করে চাকমাঘাট স্থিত তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিস প্রাঙ্গনে জড়ো হয়। পরে উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বস্তি দেববর্মা, খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক অরুণ দেববর্মা, প্রাক্তন এমডিসি ধনঞ্জয় দেববর্মা সহ ছয়জনের প্রতিনিধি দল আট দফা দাবি সমর্থনে মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী রাতে স্মারকলিপি তুলে দেন।
আট দফা দাবি গুলির মধ্যে অন্যতম হলো,১,- বন সংরক্ষণ আইন ২০২৩ ইং বাতিল করা.
২- অবিলম্বে এডিসিতে ভিলেজ কমিটির নির্বাচন করা.৩- রাগার মtজুরি বৃদ্ধি করা.
৪- ককবরক ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা.
৫ অনাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জমিয়াদের আর্থিক সাহায্য সহ আরো তিনটি দাবী.
এদিকে ডেপুটেশন চলাকালীন সময়ে মহকুমা শাসক অফিস প্রাঙ্গনে জমায়েতে বক্তব্য রাখেন স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ রাধা চরণ দেববর্মা, অঘোর দেববর্মা সহ অন্যান্যরা.

You may also like