Home BREAKING NEWS ব্লকের সিমেন্ট চুরি করল মন্ডলের সাধারণ সম্পাদক !

ব্লকের সিমেন্ট চুরি করল মন্ডলের সাধারণ সম্পাদক !

by News On Time Tripura
0 comment

কদমতলা:

সরকারি সিমেন্ট চুরিতে নাম জড়ালো ব্লকের ইঞ্জিনিয়ার স্টোর কিপার ও কদমতলা মন্ডল সাধারণ সম্পাদকের, তদন্তে ব্লক আধিকারিক।সরকারি সিমেন্ট চুরিতে নাম জড়ালো ব্লকের ইঞ্জিনিয়ার,স্টোর কিপার ও কদমতলা মন্ডল সাধারণ সম্পাদকের। দিয়ে প্রকাশ্য দিবালোকে কদমতলা ব্লকের সিমেন্ট চুরি করে বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক করলেন ব্লক আধিকারিক প্রণয় দাস। ঘটনা মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ কদমতলা ব্লকাধীন ইছাই লালছড়ার তিন নং ওয়ার্ডের মোকাম বাজার এলাকায়।ঘটনার পর গোটা ঘটনা আড়াল করতে চাইলেও ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার সন্ধ্যায়। ঘটনার বিবরণে জানা যায়,২০১৮ সালে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর কদমতলা ব্লকের সমস্ত সরকারি নির্মাণ সামগ্রী কেরিং করার জন্য ছোট মালবাহী গাড়ির টেন্ডার ডাকা হয়।তখন সেই টেন্ডার পান কদমতলা কুর্তি মন্ডলের মন্ডল সাধারণ সম্পাদক রতন কান্তি নাথ। কিন্তু ইদানিং বেশ কিছুদিন যাবৎ কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাসের নিকট গোপন খবর ছিল মন্ডল সাধারণ সম্পাদকের টিআর ০৫এ১৭৫২ নম্বরের মালবাহী বোলেরো গাড়ি করে কদমতলা ব্লক এলাকার সরকারি নির্মাণ সামগ্রী তথা রড সিমেন্ট বিক্রি করা হচ্ছে।সেই খবরের উপর ভিত্তি করে মঙ্গলবার দুপুরে সাধারণ সম্পাদকের গাড়ির পিছু ধাওয়া করে মুকাম বাজার এলাকার একটি দোকানে পঞ্চাশ বস্তা সরকারি সিমেন্ট আনলোড করার সময় হাতেনাতে পাকড়াও করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।পরে গাড়ি সমেত সিমেন্ট নিয়ে আসা হয় ব্লকে।সূত্রে জানা গেছে,দীর্ঘদিন থেকে কদমতলা ব্লকের বিভিন্ন ইঞ্জিনিয়ার,স্টোর কিপার বিমল মালাকার,কদমতলা মন্ডলের মন্ডল সাধারণ সম্পাদক রতন কান্তি নাথের মিলিভগতে চলছিল সরকারি বরাদ্দকৃত রড সিমেন্ট চুরির হিড়িক।এদিন সিমেন্ট বোঝাই বলেরো গাড়িটি যাওয়ার কথা ছিল সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকার একটি কনস্ট্রাকশনের সাইডে।আর পঞ্চাশ বস্তা সিমেন্ট ব্লকের স্টোর থেকে ইন্ডিয়ান কেটে বের করেছিলেন ঐ কনস্ট্রাকশনের ইমপ্লিমেন্টিং অফিসার তথা ব্লকের ইঞ্জিনিয়ার অমিত দাস। যে অমিত দাসের নামে পূর্বেও একাধিক সরকারি রড সিমেন্ট চুরি করে টাকা আত্মসাৎ এর অভিযোগ ছিল। কিন্তু বাম জামানায় লাল বাড়ির দোয়াই দিয়ে সরকারি নির্মাণ সামগ্রীর অর্থ গিলে খেয়েছিলেন ঐ ইঞ্জিনিয়ার।যার লোভ সামলাতে না পেরে বাম আমলেও বুক চিতিয়ে সরকারি রড সিমেন্ট আত্মসাৎ করছিলেন। এদিকে সিমেন্ট বোঝাই বলেরো গাড়িটি সাত সঙ্গম না গিয়ে ইছাই লালছড়ার মোকাম বাজারের একটি দোকানে সিমেন্ট আনলোড করা হচ্ছিল। সেই সময় বিডিওর নিকট খবর আসলে তৎক্ষণাৎ তিনি মাঠে নেমে সিমেন্ট সহ গাড়িটি আটক করেন।বর্তমানে সিমেন্ট বোঝাই গাড়িটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের হেফাজতে রয়েছে।এক সাক্ষাৎকারে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস জানান,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সোকজ করা হয়েছে ইঞ্জিনিয়ার ও স্টোর কিপার কে। তাছাড়া এই গাড়ির টেন্ডার বাতিল করে দেওয়া হবে।শীঘ্রই গাড়ির মালিক তথা মন্ডল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরকারি সিমেন্ট চুরির অভিযোগ এনে কদমতলা থানায় মামলার রুজু করা হবে বলেও জানান তিনি।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato