বিলোনিয়া:
ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগ উল্টো রথে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব নেতাজি মূর্তির পাদদেশে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় , গতকাল বুধবার কুমার ঘাটে ইসকনের উল্টো রথকে কেন্দ্র করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে ক্লাব কর্মকর্তা ও সদস্যরা নেতাজী মূর্তির পাদদেশে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এদিনের অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। এদিনের দুর্ঘটনায় যারা অহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে ভগবানের নিকট প্রার্থনা করেন উপস্থিত সকলে । শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ওরিয়েন্টাল ক্লাব সভাপতি শ্রীবাস সেন বলেন গতদিনের এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের সাথে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সকল সদস্যবৃন্দ মর্মাহত এবং শোকাহত।