
জোলাইবাড়ি:
কলসী মধু মগ পাড়া থেকে উদ্ধার ১০ বছরের এক নাবালেক মৃতদেহ। ঘটনার বিবরন জানাযায় বৃহস্পতিবার দেবদারু ফাঁড়ী থানার নিকট খবর আসে কলসী মধু মগ পাড়া থেকে ১০ বছরের এক নাবালকের মৃতদেহ গতকাল রাতে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েআসাহয়। পরবর্তী সময় আজ সকালে ঘটনার তদন্ত করতে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিতহয় দেবদাবরু ফাঁড়ী থানার কর্মী সহ বাইখোড়া থানার ওসি। এই ঘটনাসম্পর্কে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি জানান মৃত্যু কারন জানতে জিঞ্জেসাবাদ করলে পরিবারের লোকজনেরা জানান গতকাল রাতে নাবালক গলায় ফাঁস লাগিয়েছিলো। পরবর্তীসময় পরিবারের লোকজন নাবালকটিকে ঝুলন্ত অবস্থাথেকে নামিয়ে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েএসেছে। মৃত্যুর সঠিক কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ এই ব্যাপারে হাতে একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নমেছেন। জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রথেকে নাবালাকের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনেরহাতে তুলে দেওয়াহয়। নাবালকের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।
