Home BREAKING NEWS রথ দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু পিতা-পুত্রের

রথ দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু পিতা-পুত্রের

by News On Time Tripura
0 comment

কুমারঘাট:

কুমারঘাটের ইসকন মন্দিরের উদ্যোগে উল্টোরথে বুধবারের মর্মান্তিক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয় । উক্ত ঘটনায় কুমারঘাট সহ সমগ্র রাজ্যে শোকের আবহ তৈরি হয় । মৃত সাত জনের মধ্যে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় পিতা ও পুত্রের মৃত্যু হয়। জানা যায় কুমারঘাট ইয়ংস্টার ক্লাব সংলগ্ন এলাকার রূপক দাস (৪০) তার নয় বছরের পুত্র সন্তান রোহন দাসকে নিয়ে উল্টোরথ দেখতে যায়। সেখানে মর্মান্তিক এই দুর্ঘটনায় রোহন দাস(০৯) এবং তার পিতা রূপক দাসের (৪০) মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় ইয়ংস্টার ক্লাব সংলগ্ন সান্ত দাসের ( রূপক দাসের পিতা) বাড়ি সহ গোটা পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

You may also like