Home BREAKING NEWS কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের রাজ্য ও কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতার ঘোষণা

কুমারঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের রাজ্য ও কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতার ঘোষণা

by News On Time Tripura
0 comment

কুমারঘাট:

কুমারঘাটে উল্টো রথের সাথে বৈদ্যুতিক তারের সংস্পর্শে মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু সাত জনের আহত হয়েছেন ১৬ জন । সরকারি এই তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। ঘটনার পর তড়িঘড়ি রাজধানী থেকে রেল যোগে কুমারঘাট পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কুমারঘাট হাসপাতালে নিহত এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ।

সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সেখানে নিহতদের পরিবারে চার লক্ষ এবং আহতদের দুটো ক্যাটাগরিতে আড়াই লক্ষ এবং ৭৪ হাজার টাকার সহযোগিতার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তাছাড়া প্রধানমন্ত্রী অফিস থেকে টুইট করে জানানো হয় প্রধানমন্ত্রী নেশন রিলিফ ফান্ড (PMNRF) থেকে এই দুর্ঘটনায় নিহতদের দুই লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকার সহযোগিতা করা হবে ।

You may also like