
আগরতলাঃ
মহকুমা ও জেলাস্তরে বিভিন্ন হাসপাতালের পরিষেবা নিয়ে নান প্রশ্ন উঠলেও চিকিৎসা ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযোজনে রাজ্যের স্বাস্থ্য দপ্তর উন্নতিও করছে, তার নিদর্শন আরো একবার উঠে এল রাজ্যের প্রধান রেফালের সরকারী হাসপাতাল জিবি হাসপাতাল থেকে। নিউরো বিভাগের অনন্য কৃতিত্বে সুস্থ্য হয়ে উঠল দুইজন রোগী। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যার সমাধানে আগে যেখানে ওপেন সার্জারী ছাড়া উপায় ছিলনা, সেখানে নতুন প্রযুক্তির মাধ্যমে সার্জারী ছাড়াই রোগীদের সুস্থ্য করে তুললেন রাজ্যের চিকিৎসকরা। ‘Coiling’ অথবা ‘Endovascular coiling’ নামক নতুন চিকিৎসা পদ্ধতির মাধ্যমের মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করা হয়।
বুধবার এই সাফল্য সংবাদ মাধ্যমের সাথে ভাগ করলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। উপস্থিত ছিলেন ডাঃ সঞ্জীব কুমার দেব্বর্মা, স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাঃ আবীর লাল নাথ, ডাঃ সঞ্জিত পাল।