দামছড়াঃ
বাংলাতে একটি প্রবাদ বাক্য রয়েছে “ছেড়ে দে মা কেঁদে বাঁচি”। ঠিক এরকম অবস্থা হয়েছে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানা এলাকার অবৈধ পাচারকারীদের।দামছড়া থানার ওসি রাজু ভৌমিক উত্তর জেলার পুলিশ সুপারের আদর্শকে অনুসরণ করে ওসির চেয়ারে বসার একমাসের মাথায় অবৈধ পাচার সামগ্রী সহ মাদক আটক করে সংবাদ শিরোনাম দখল করে নিয়েছেন। অনুরুপ মঙ্গলবার ওসির কাছে গোপন খবর আসে অসম থেকে দামছড়ার বুক চিরে নিষিদ্ধ মাদক পানিসাগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।সেই খবরের উপর ভিত্তি করে এদিন রাত আটটা নাগাদ ওসি দলবল নিয়ে থানা এলাকার বংশুল এলাকায় ওৎপেতে বসেন।তখন একটি ব্রান্ড নিউ মেক্স পিকাপ গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে সাবানের বাক্সে মজুদ পাঁচ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার হয়।সাথে আটক করা হয় চালকের আসনে বসে থাকা বাসুদেব সিনহা পিতা গোপাল সেন সিনহা নামের এক পাচারকারীকে।ধৃত পাচারকারীর বাড়ি দামছড়া থানা এলাকার নরেন্দ্র নগর এলাকায়।এমর্মে ওসি রাজু ভৌমিক জানান, গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান। উদ্ধারকৃত হেরোইন অসম থেকে পানিসাগর এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।যার কালোবাজারি মূল আনুমানিক ত্রিশ হাজার টাকা। বর্তমানে গাড়ি সমেত হেরোইন দামছড়া থানার হেফাজতে রয়েছে। বুধবার সকালে ধৃত পাচারকারীকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ।