Home ভারত কংগ্রেস ঘনিষ্ঠ হতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন নরেন্দ্র মোদী !

কংগ্রেস ঘনিষ্ঠ হতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন নরেন্দ্র মোদী !

by News On Time Tripura
0 comment
ভোপাল, সৌজন্যে – পিটিআই

ভোপালঃ

২৪ এর নির্বাচনের আগে হঠাত করেই কংগ্রেসের ঘনিষ্ঠ হয় তৃণমূল। পাটনায় নিতীশ কুমারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠকে অন্যতম চর্চার বিষয় ছিল রাহুল-মমতা ঘনিষ্ঠতা। কংগ্রেসে ঘনিষ্ঠতা বাড়াতেই এইবার সরাসরি মমতার বিরুদ্ধে সুর চড়ালেন নরেন্দ্র মোদী।

বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে গরু পাচার, শিক্ষক নিয়োগ থেকে কয়লাকাণ্ড পর্যন্ত নানা ক্ষেত্রে বাংলায় দুর্নীতি চলছে বলে প্রধানমন্ত্রীর দাবি। তিনি মঙ্গলবার বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। রোজ় ভ্যালি দুর্নীতি, সারদা দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার চলছে। বাংলার মানুষ কখনও এই দুর্নীতি ভুলতে পারবে না।’’ ভোটমুখী মধ্যপ্রদেশে বিজেপির সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানা হল তৃণমূল। মঙ্গলবার ভোপালে বিজেপির বুথ কমিটির সভাপতিদের নিয়ে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে তৃণমূল শাসিত বাংলায় নানা দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সরাসরি তৃণমূল এবং বাংলার নাম করে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। শুধু তৃণমূল নয়, গত ২৩ মে পটনায় নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী বৈঠকে হাজির বিভিন্ন দলকে নিশান করেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্র এনসিপির বিরুদ্ধে সেচ দুর্নীতি অভিযোগ, তামিলনাড়ুতে ডিএমকে নেতাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ, আরজেডি প্রধান লালুপ্রসাদের পশুখাদ্য ও রেলে নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলেছেন তিনি। সেই সঙ্গে মোদীর মুখে অনিবার্য ভাবে এসেছে কংগ্রেস প্রসঙ্গ। ইউপিএ জমানার খনি বরাত দুর্নীতির অভিযোগ, কমনওয়েলথ কেলেঙ্কারির অভিযোগ এমনকি, আদালতে খারিজ হয়ে যাওয়া টু-জি কাণ্ডের কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে!

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato