বিলোনিয়াঃ
ত্রিপুরার রেল যোগাযোগের স্বার্থ সম্বলিত ১৫ দফা দাবীতে বিলোনিয়া রেল স্টেশনের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করলো বাম নেতৃত্বের এক প্রতিনিধি দল । মঙ্গলবার সকালে এই ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, কৃষক সভার নেতা বাবুল দেবনাথ, সিটু নেতা ত্রিলোকেশ সিনহা, বিজয় তিলক সহ সহ অন্যান্য নেতৃত্বরা। বিলোনীয়া থেকে বাংলাদেশের ফেনী পর্যন্ত দ্রুত রেললাইনের কাজ শুরু করা, সাব্রুম থেকে আগরতলা পর্যন্ত ট্রেনের বগি সংখ্যা বৃদ্ধি করা , সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত পুণরায় ট্রেন চালু করতে হবে, সাব্রুম থেকে আন্তরাজ্যের কমপক্ষে ২টি দূরপাল্লার ট্রেন চালু করা, সাব্রুম থেকে চট্টগ্রাম পর্যন্ত রেললাইনের কাজ শুরু করা সহ আরো অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে CPI(M) দক্ষিন ত্রিপুরা জেলা কমিটির নেতৃত্বের এক প্রতিনিধি দল বিলোনীয়া রেল স্টেশনে লাল ঝান্ডার বিক্ষোভ এবং পরবর্তীতে রেল দপ্তরের আধিকারিকের নিকট দাবির সনদ প্রদান করেন। দাবি গুলির প্রতি যৌক্তিকতা স্বীকার করে রেল আধিকারিক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, এই দাবি গুলো নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন ।