Home BREAKING NEWS টিএস আর-এর গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন

টিএস আর-এর গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

ত্রিপুরা স্টেইট রাইফেল্ বাহিনীর বাস ও বোলেরো পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বোলেরো গাড়িতে থাকা তিন যাত্রী। ঘটনা মঙ্গলবার সকালে অসম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া  ইকোপার্ক সংলগ্ন এলাকায়।

     খবরে প্রকাশ,, অসম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় TR03-1084 নম্বরের টিএসআর ৭ নং বাহিনীর একটি বাসের সঙ্গে তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে যাওয়া TR02-G-1902 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে থাকা চালক সহ মোট তিনজন অল্পবিস্তর আহত হয়।  আহতরা হলেন, সূরজ রুদ্রপাল (চালক) ২২; মনির উদ্দিন ৩৩; এবং স্বপন রায় ৫২। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে টিএসআর জওয়ান সহ সাধারণ মানুষজন  তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে ঘটনাস্থলে পৌঁছে  আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তীতে সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা শুরু করে।

  হাসপাতাল সূত্রে জানা গেছে,, আহতরা সকলেই অল্পবিস্তর আহত হয়েছে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato