উদয়পুরঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কর্তৃক এক মাস ব্যাপী গৃহীত কর্মসূচি অঙ্গ হিসাবে রবিবার দুপুর তিনটায় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সকল মন্ডলের বুদ্ধিজীবীদের নিয়ে বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, ত্রিপুরা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্রাচায্য সহ অন্যান্য বিধায়ক ও কার্য নেতৃত্বগন। এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে সরকারের সেবা, সুশাসন, গরীব কল্যাণ, জনজাতি কল্যাণ, কৃষক কল্যাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সড়ক পরিকাঠামো উন্নয়ন সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান সকলের সামনে তুলে ধরেন। এই দিন বুদ্ধিজীবী মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।