কুমারঘাটঃ
তিন বছরের শিশুর কৃতিত্বে গর্বিত হল রাজ্য। ছোট্ট এই বয়সেই নিজের অনন্য প্রতিভায় পরিবার সহ রাজ্যকে গৌরবান্বিত করল । মাত্র তিন বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে নিল কুমারঘাট মহকুমার তিন বছরের সেই ছোট্ট আরুষ দাস। আরুষের বাবা বিপ্লব দাস এবং মা অন্তরা পাল উভয়েই ব্যবসায়ী। চলতি বছরের মে মাসে আবেদনের ভিত্তিতে আরুষ ইন্ডিয়া বুক অব রেকর্ডে যায়গা করে নেয়। জাতীয় প্রতীক,নৃত্য,পশুপাখি,ফল,যোগা ইত্যাদি ১২টি বিষয়ে প্রশ্ন সাপেক্ষ্যে ভিডিও রেকর্ড করে পাঠানো হয় ইন্ডিয়া বুক অব রেকর্ড দিল্লীস্থিত দপ্তরে। এর পর চলতি বছরের ২৬শে মে আরুষের আই ভি আর এ স্থান করে নেওয়ার বিষয়টি মেইল করে জানানো হয়। সেই সাথে আরুষের নামে চলতি জুন মাসের ৬ তারিখ ইন্ডিয়া বুক অব রেকর্ডের চীফ এডিটর বিশ্বরুপ রায় চৌধুরী শংসাপত্র প্রদান করেন। আরুষের এই সাফল্যে ঊনকোটি জেলার অভিভাবক মহলে খুশীর জোয়ার বইছে। আপ্লুত আরুষের দাদু। কৈলাসহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রনব পাল ও দিদিমা অবসরপ্রাপ্ত শিক্ষিকা অর্চনা পাল এছাড়াও ফটিকরায়ে বসবাসরত ঠাম্মা সতী দাস দাদু অবসরপ্রাপ্ত রেল আধিকারিক বাবুল দাস নাতির এই সাফল্যে গর্বিত। আরুষের এই সাফল্য ঊনকোটি জেলার পাশাপাশি রাজ্যের শিশু ও অভিভাবক মহল বাড়তি উৎসাহ পাবে।