Home BREAKING NEWS ৩৭ লক্ষ টাকার গাঁজা সহ আটক ২

৩৭ লক্ষ টাকার গাঁজা সহ আটক ২

by News On Time Tripura
0 comment

চুরাইবাড়ি:

চুরাইবাড়ি পুলিশের হাতে আটক লরি বোঝাই সাঁইত্রিশ লক্ষ টাকার শুকনো গাঁজা,ধৃত এক।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্বে ভানুপদ চক্রবর্তী আসার পর থেকেই একের পর এক নেশা বিরোধী অভিযান চালিয়ে সংবাদ শিরোনাম দখল করে নিয়েছেন। একজন পুলিশ সুপার হয়েও নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাঝ রাতেও গোটা জেলা চুষে বেড়াতেও দেখা যায়। অনুরুপ শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি দলবল নিয়ে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে ওৎপেতে বসে থাকেন। তখন আগরতলা থেকে আসা শিলং অভিমুখী TR01Z/1945 নম্বরের একটি বারো চাকার লরি নাকা পয়েন্টে আসলে পুলিশ লরিটি দাঁড় করিয়ে যথারীতি তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে লরির কেভিনের ভেতরের গোপন কক্ষ থেকে পঞ্চাশ প্যাকেটে মোট দুইশো চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরি চালক আব্দুল রহমান (৩০) পিতা মতি মিয়াকে। ধৃতের বাড়ি উদয়পুরের রাজধন নগর এলাকায়।এমর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান,গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক সাঁইত্রিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।তিনি জানিয়েছেন স্হানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

You may also like