ধর্মনগর:
সুইমিং পুলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক কিশোরের।মৃত কিশোরের নাম রোহণ মালাকার পিতা দীপক মালাকার।বাড়ি ধর্মনগর শহরের মনতলা এলাকায়।এই হ্নদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন বির বিক্রম ইনস্টিটিউট সংলগ্ন সুইমিং পুলে।ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। ঘটনার বিবরণে মৃত কিশোরের বন্ধুদের কাছ থেকে জানা যায়, রবিবার সকালে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় রোহণ মালাকার।দুপুর দুইটা নাগাদ ছয় বন্ধু মিলে ধর্মনগর বির বিক্রম ইনস্টিটিউট সংলগ্ন সুইমিং পুলে স্নান করতে যায় তারা। তখন রোহণ জলে ঝাঁপ দেওয়ার পর কিছুটা সাঁতার কেটে ফিরে আসার সময় উপরে উঠতে পারছিলনা সে।তখন তার পাঁচ বন্ধু মিলে তাকে উপরে উঠায় এবং তাকে বাঁচানোর জন্য বুকে পাম্প করে।কিন্তু কোন সারা না পাওয়ায় সুইমিং পুলের পাশে থাকা এক ব্যক্তি এগিয়ে এসে রোহানকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসে মৃত কিশোরের বাবা মা সহ পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশও। এদিকে ছেলের এই মর্মান্তিক মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা।তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।গোটা ঘটনায় ধর্মনগর শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।