Home BREAKING NEWS যানজটে চরম অব্যবস্থা বিশালগড়ের নিউ মার্কেটে

যানজটে চরম অব্যবস্থা বিশালগড়ের নিউ মার্কেটে

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

ব্যস্ততম বাজারে বাইক ও গাড়ির কারনে অব্যবস্থা। অত্যাধিক পরিমানে বাইক-গাড়ি চলাচলে অসুবিধার  সম্মুখীন ক্রেতা-বিক্রেতারা। বিশালগড়ের প্রানকেন্দ্রে অবস্থিত এই রাজ্যের ব্যস্ততম বাজারগুলির মধ্যে অন্যতম নিউ মার্কেট বাজার। শনিবার এই বাজারে হাটবার হলেও সপ্তাহের প্রতিদিন এই বাজারে ভীড় থাকে চোখে পরার মত। সকাল-সন্ধ্যা প্রত্যেক সময়ই এই বাজারে ক্রেতাদের ভীড় থাকে। তবে প্রতি ক্ষেত্রেই বাজারে প্রবেশ করা বাইক এবং যানবাহনের জন্য অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষের সাথে এই বাজারের দোকানদারাও। বিশালগড় পুর পরিষদের উদ্যোগে এই যানজটকে লাঘব করতে বাজারের সামনেই একটি সাইকেল ও বাইক স্ট্যান্ড তৈরী করে দেওয়া হয়। তবে অনেকেই সেই বাইক স্ট্যান্ডে না রেখে বাইক নিয়েই বাজারে প্রবেশ করেন। তার সাথে মাল বোঝাই গাড়ি যেকোন সময় প্রবেশ করিয়ে চলে লোডিং আনলোডিং এর কাজ। যার ফলে প্রায় প্রতি মুহুর্তেই যানজট লেগেই থাকে বিশালগড়ের নিউ মার্কেটে। তবে অনেকের অভিযোগ বাইক স্ট্যান্ডে পর্যাপ্ত জায়গা না থাকায় বাইক স্ট্যান্ড করতে গিয়েও অসুবিধায় পরতে হয় বাইক চালকদের। তাছাড়া অন্যদিকে বাজারের ভিতর ফুটপাতের দোকানদাররা রাস্তার অনেকটা জায়গা দখল করে রাখার কারনেও অসুবিধা আরও বেড়ে যায়। আর এরফলে অনেকেই বাজারে প্রবেশ করতে ভয় পান। যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাছাড়াও এই যানজটের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন নিউ মার্কেটের দোকানদাররাও। এই যানজটের ফলে বিশালগড়ের নিউ মার্কেটের এই অব্যবস্থা নতুন নয়। তবে তা নিয়ে মাথাব্যথা নেই বাজার কমিটির। নিউ মার্কেট এলাকায় লোডিং আনলোডিং এর সময়সীমা নির্ধারন সহ বাইক ও অন্যান্য যানবাহন পার্কিং এর সুনির্দিষ্ট নিয়ম তৈরী করে শীঘ্রই এই সমস্যার সমাধান চাইছেন বিশালগড়বাসী।

You may also like