
ধর্মনগরঃ
এইচ আই ভি এইডস রোগের পাশাপাশি বিভিন্ন উপসর্গ তথা যক্ষা,হেপাটাইটিস, ম্যালেরিয়া সহ যেসকল রোগ প্রভাব বিস্তার করছে তা নিয়ে দেশ ও রাজ্যের স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন।বিশেষ করে জেলের কয়েদীদের মধ্যে এর প্রভাব বেশি পরিলক্ষিত হচ্ছে।তাই স্ক্রীনিং টেস্ট করতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার দুপুর দুটো নাগাদ ধর্মনগর স্হীত উত্তর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন ডক্টর রাহুল পুরকায়স্থ ও ডক্টর সুনেত্রা শর্মা। তাঁরা সাংবাদিক সম্মেলন বলেন,সারা দেশের জেলের কয়েদীদের মধ্যে এইচআইভির প্রভাবের তুলনায় রাজ্যে তার প্রভাব এক শতাংশ বেশি। তাছাড়া উত্তর জেলায় মোট ৮৫১ জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে। জেলায় দুটি সাব জেল রয়েছে।তারমধ্যে ধর্মনগরে রয়েছে ১০৪ জন কয়েদী এবং কাঞ্চনপুরে রয়েছে ১২ জন কয়েদী। এদিনের সাংবাদিক চিকিৎসকরা আরো জানান,আগামী ২৬ জুন এই স্ক্রীনিং টেস্টের উদ্বোধন হবে।দুটি এনজিও,অনন্যা সমাজসেবী সংগঠন এবং কল্যাণী সমাজসেবী সংগঠন ৫ জুলাই থেকে এই স্ক্রিনিং টেস্টে এগিয়ে আসবে।উল্লেখ্য গোটা রাজ্যের মধ্যে উত্তর জেলার দামছড়াতে এইচআইভি আক্রান্ত রোগের সংখ্যা তড়িৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে।আর তা শুধুমাত্র ড্রাগস ব্যবহারের কারণেই বৃদ্ধি পাচ্ছে।সরকারি এবং বেসরকারি সামাজিক সংস্থাগুলি ড্রাগস বন্ধ করা এবং যুবক-যুবতীদের এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো সন্তোষজনক ফল পাওয়া যায়নি।