বিলোনিয়াঃ
গতকাল রাতে বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ ফাড়ি থানার পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনী স্পেশাল ভেহিকেল চেকিং করতে গিয়ে গজারিয়া এলাকা থেকে ৮টি গরু বোঝাই.TR 07B 1640 বুলেরো মেক্সি ট্রাক সহ তিন জনকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে আরো একটি গাড়িতে দুটি গরুসহ আরেকজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হল সুভাষ দাস (২৭) সমীর দেবনাথ (৪৬) বিমল চন্দ্র সেন (৬৮) এবং বিশ্বজিৎ মুহুরি (৩৮)এদের সকলের বাড়ি সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন মাধবনগর এলাকায়। বর্তমানে গরু এবং গাড়ি ঋষ্যমুখ বিএসএফ ক্যাম্পে রয়েছে। বিলোনিয়া থেকে ঋষ্যমূখ এই সীমান্ত এলাকা গরু পাচারের করি ডোরে পরিণত হয়েছে, প্রতিনিয়ত চলছে গরু পাচার, এর আগেও বহু গরু এবং পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঋষ্যমূখ ফাড়ি থানার হাতে গ্রেফতার অভিযুক্ত এই চার গরু পাচারকারীকে আজ বিলোনিয়া থানাতে প্রেরণ করা হয় ,তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে বিলোনিয়া থানা। গ্রেপ্তার এই চার গরু পাচারকারীকে আজ আদালতে সোপর্দ্য করেন বিলোনিয়া থানা।