কৈলাশহরঃ
এবার মহিলা থানায় এসে মহিলারা বিচার পাচ্ছেন না। বিচারপ্রার্থী রিনা থানায় লিখিত অভিযোগ নিয়ে যাবার পর খোদ মন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রের শাসক বিজেপি দলের নেতাকে পাত্তাই দিলেন না কৈলাসহরের মহিলা থানার ওসি রিংকি দেববর্মা। শুধু তাই নয়, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ড: সুশান্ত সিনহার ফোন রিসিভ করেন নি কৈলাসহরের মহিলা থানার ওসি। ওসির এই ভুমিকায় কৈলাসহরে বিজেপি দলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, মন্ত্রী টিংকু রায়ের নিজ বিধানসভা কেন্দ্র ৫২-চন্ডীপুরের বিয়াল্লিশ নং বুথের অধীনে ভগবান নগর গ্রাম পঞ্চায়েত অবস্থিত। এই বিয়াল্লিশ নং বুথের বিজেপি দলের সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ ভট্টাচার্য তেইশ জুন শুক্রবার বিকেলে কৈলাসহরের মহিলা থানার সম্মুখে জানান যে, ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রীনা বেগমের স্বামী বর্তমানে কৈলাসহরের সংশোধনাগারে বিচারাধীন অর্থাৎ বন্দি রয়েছেন। স্বামী জেলে থাকায় বাড়িতে রীনা বেগেম একাই থাকেন। গতকাল বাইশ জুন বৃহস্পতিবার রাতে একই গ্রামের কয়েকজন যুবক রীনা বেগমের বাড়িতে ইট পাটকেল দিয়ে ঢিলাঢিলি করে এবং রীনা বেগমের প্রাননাশের হুমকি দেন। রীনা বেগমের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে আলো থাকায় অভিযুক্ত যুবকদের চিনতেও পেরেছেন রীনা বেগম। অভিযুক্তদের দেখে চিনতে পারলেও ভয়ে একা রাতে কোনো ধরনের চিৎকার চেচামেচি না করে পরবর্তী সময়ে শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ নিয়ে রীনা বেগম কৈলাসহরের মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি রিংকি দেববর্মা রীনা বেগমের লিখিত অভিযোগ গ্রহণ না করে উল্টো মহিলা থানার ওসি দুরব্যবহার করলে রীনা বেগম ভগবান নগর নিজ গ্রামে ফিরে গিয়ে স্থানীয় বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের দারস্থ হয়ে সমস্ত ঘটনা জানানোর পর বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য রীনা বেগমকে সাথে নিয়ে কৈলাসহরের মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের সাথেও দুরব্যবহার করেছেন বলে বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য নিজেই সংবাদ প্রতিনিধিদের জানান
শুধু তাই নয়, বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য মহিলা থানার ওসি রিংকি দেববর্মার কাছ থেকে দুরব্যবহার পেয়ে বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ড: সুশান্ত সিনহার কাছে রীনা বেগমের ঘটনা জানানোর পর বিজেপি নেতা ডঃ সুশান্ত সিনহা মহিলা থানার ওসি রিংকি দেববর্মাকে ফোন করলে মহিলা থানার ওসি ফোন রিসিভ করেন নি বলেও জানান বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য। মহিলা থানার ওসি রিংকি দেববর্মার এহেন আচরনে মন্ত্রী টিংকু রায়ের নিজ বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের নেতৃত্বদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মহিলা থানার ওসি এহেন ভুমিকা মন্ত্রীর নজরে নেওয়া হয়েছে বলেও জানা যায়। এখন দেখার বিষয় মহিলা থানার ওসি রিংকি দেববর্মাকে নিয়ে কি ধরনের ভুমিকা নেওয়া হয়।