বিশালগড়ঃ
অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে আত্মঘাতি হল এক মোটর শ্রমিক। নিজে গাড়ি চালক ছিলেন। এই পেশার মধ্য দিয়েই তিন কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে সংসার চালাতেন। স্ত্রী মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার পরিচালনায় সহায়তা করতেন। অভাব অনটনে সংসার চালানোই যখন দায় তখন নিজের অসুস্থতা যেন বাড়তি বোঝা হয়ে পরে। আর শেষ পর্যন্ত এত বোঝা আর সহ্য করতে না পেরে নিজের জীবন ত্যাগ করলেন বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল কর্মকারটিলা এলাকার মোটর শ্রমিক প্রদীপ সরকার। শুক্রবার সকালে নিজ বাড়ির শৌচালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। আর ছোট ভাইয়ের এই অকাল মৃত্যুতে ভাইয়ের মৃতদেহের সামনেই গরীবের কেউ নেই বলে নানাহ অভিযোগ তুলে ধরেন মৃত প্রদীপ সরকারের বড় ভাই সুজিত সরকার। তিন মেয়ের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়ে গেছেন প্রদীপ, এখন স্বামীর মৃত্যুর পর দুই কন্যা সন্তানকে নিয়ে হতাশায় কূলকিনারাহীন মা। সাত সকালেই এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।