Home BREAKING NEWS জোলাইবাড়িতে ৭০০ ভোটার বিজেপিতে

জোলাইবাড়িতে ৭০০ ভোটার বিজেপিতে

by News On Time Tripura
0 comment

জোলাইবাড়িঃ

দক্ষিন জেলায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র বামেদের ঘাটি হিসাবে পরিচিত ছিলো। ২০২৩ শের বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রকে বামেদের অপশাসন থেকে মুক্তি দিয়েছে জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ বিজেপি ও আই পি এফ টির কর্মীরা। সকলের অক্লান্ত পরিশ্রমে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি বামেদের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। বর্তমানসময়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী দেখে ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং এর উন্নয়নমূলক কাজে আপ্লুতহয়ে যারা বিগতদিনে বিরোধী শিবিরে কাজ করেছে তারা নিজেদের ভুল বুঝতেপেরে বিজেপির উন্নয়ন মূলক কর্মসূচীতে যোগদানকরছে। এই কর্মসূচীকে কেন্দ্রকরে বৃহস্পতিবার জোলাইবাড়ী বিজেপির জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরার উদ্দ্যোগে এক যোগদান সভার আয়োজন করাহয়। জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠীত হয় এই যোগদানসভা। জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরার প্রচেষ্টায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রথেকে কংগ্রেস ও সি পি আই এম ছেরে প্রায় ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার বিজেপিতে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলিয় পতাকাদিয়ে বরনকরে নেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য । আজকের এই যোগদানসভায় প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দের্বমা, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং,এম ডি সি বিদ্যুৎ দের্বমা, জোলাইবাড়ীর মন্ডল সভাপতি অজয় রিয়াং, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্যরা। আজকের এই যোগদান সভা শেষে অনুষ্ঠীতহয় আলোচনাসভা। আজকের এই আলোচনাসভায় সাংগঠনিক বিভিন্ন দিকগুলির পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করাযায় তানিয়ে আলোচনাকরাহয়। আজকের এই যোগদান সম্পর্কে সংবামাধ্যমের সামনে জানান প্রদেশ বিজেপির সভাপতি।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato