তেলিয়ামুড়াঃ
দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন।
ঘটনা বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাতমাইল এলাকায়। আহতরা হল রাজেশ দেববর্মা, জুবিতা দেববর্মা, ভি কাইপেং । ঘটনার বিবরণে জানা যায়,, ভি কাইপেং খোয়াই থেকে অম্পিতে যাচ্ছিল মোটরবাইক চালিয়ে। অপর দিক থেকে রাজেশ দেববর্মা এবং জুবিতা দেববর্মা মোটরবাইক করে তেলিয়ামুড়ার দিকে আসছিল। দুইটি মোটর বাইক তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাতমাইল এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে আহত হয় তিনজন। পরে দমকল কর্মীরা আহত অবস্থায় থাকা তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত তিনজনকে ছেড়ে দেয় বলে খবর হাসপাতাল সূত্রে।