কৃষ্ণপুরঃ
রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আচমকা আগুন লেগে যাওয়া মুহূর্তের মধ্যে সমগ্র বাড়ি জুড়ে আতঙ্ক দেখা দেয়। ঘটনা মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বালুছড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর। ঘটনার বিবরণে জানা যায়,, বালুছড়া এলাকার বাসিন্দ জমিদার দেবের বাড়িতে একটি শ্রদ্ধা অনুষ্ঠান চলছিল। সেই সময় তেলিয়ামুড়া থেকে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার উনার বাড়িতে আনা হয়েছিল রান্না করার জন্য। রান্নার কাজে ব্যবহার করার সময় আচমকা এই এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এই ঘটনায় বাড়িতে উপস্থিত লোকজনরা মুহূর্তের মধ্যেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে । পরবর্তীতে বাড়িতে উপস্থিত অন্যান্য লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।