বিশালগড়ঃ
বিধানসভা নির্বাচনের চার মাস পর বিশালগড়ে মাঠে নামল বিরোধী সিপিআইএম। দীর্ঘ চার মাস পর মহকুমায় ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার হিসাব পেশ করল সিপিআইএম। আর সেই হিসাবের তথ্য সমেত মহকুমা শাসকের নিকট ১১ দফা দাবিসনদ সহ এক ডেপুটেশনে মিলিত হন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির এক প্রতিনিধি দল। পরে দলের বিশালগড় মহকুমা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ২০২৩ বিধানসভা নির্বাচনের পর তিনটি বিধানসভা কেন্দ্র সমেত গোটা বিশালগড় মহকুমায় মোট ৩৮৩ টি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে ধরেন মহকুমা সম্পাদক তথা ২০২৩ বিধানসভা নির্বাচনের বিশালগড়ের বিজিত প্রার্থী পার্থপ্রতিম মজুমদার। শারীরিক ভাবে আক্রান্ত হওয়ার ঘটনা ২৯ টি, বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ১৮৪ টি, দোকান ঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে ৬৭ টি , দোকানে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে ১৮টি , বাড়িঘর আগুনে ভস্মিভূত করা হয়েছে ৭ টি, রাবার বাগান ধ্বংস করা হয়েছে ১২ টি, পুকুরে বিষ ঢালা হয়েছে দুটি ক্ষেত্রে, পাশাপাশি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে ৬ টি, মোটর বাইসাইকেল ভাঙচুর করা হয়েছে ২ টি, এছাড়াও বিভিন্ন এলাকায় নেশার প্রকোপের অভিযোগ তুলে ধরেন তিনি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, বাম নেতৃত্ব সিদ্দিকুর রহমান সহ আন্যান্যরা।