উদয়পুরঃ
উদয়পুরে জোয়ার আসরে হানা দিয়ে কয়েক লক্ষাধিক টাকা উদ্ধার। জোয়ার আসরের চেইন ভেঙ্গে দিয়ে গ্রেপ্তার করে পুলিশ এক অভিযুক্তকে। সংবাদে জানাযায় দীর্ঘদিন ধরেই উদয়পুর জামতলা এলাকায় তির নামক ভয়ংকর জুয়ার খেলা রমরমা চলছে। এত করে সাধারণ রিস্কাচালক থেকে শুরু করে অটো শ্রমিকরা দিনের পর দিন ধ্বংসের মুখে ধাবিত হচ্ছেন। আর কেপুর থানায় একাধিক অভিযোগ আসলেও থানার ওসি বাবুল দাস নিরব থেকে এই জুয়ার আসরের উপর নজরদারির চালাচ্ছিল, অবশেষে বৃহস্পতিবার আর কেপুর থানার একাধিক অফিসার ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকার অধিক বাজেয়াপ্ত করে। আরকেপুর থানার SI কপিল পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যুবসমাজ এই জুয়া খেলায় নিজেদেরকে জড়িয়ে ফেলছিলেন বেশ কিছু সময় ধরে,তাই ওসি বাবুল দাসের নেতৃত্বে এই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তিনি।