বিলোনিয়া: বিলোনিয়া সানাই গেস্ট হাউসে বুধবার ভারত সরকারের লিড ব্যাংক রিজার্ভ ব্যাংকের উদ্যোগে দক্ষিণ জেলার বিভিন্ন বিদ্যালয়ের বাছাই করা ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজন করে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রতিযোগিতামূলক কুইজ, যেখানে অংশগ্রহন করে জেলার ৬ টি স্কুলের দুজন কোরে ছাত্র ছাত্রী। সাথে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মোট পাঁচটি রাউন্ডে এই প্রতিযোগিতামূলক কুইজটি করা হয়। যে স্কুল গুলু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই স্কুলগুলো হলো বিলনিয়া সরকারি ইংরেজি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মনাই পাথর দ্বাদশ বিদ্যালয়, কৃষ্ণ নগর দ্বাদশ বিদ্যালয়, চাতক ছড়ি দ্বাদশ বিদ্যালয়, মনু দ্বাদশ বিদ্যালয়, জোলাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়। বিভিন্ন বিষয়ের ওপর কুইজের প্রশ্ন করা হয়, বিশেষ কোরে ব্যাঙ্কিং সিস্টেমে সাধারণ মানুষের অভিজ্ঞতা কম রয়েছে, তাই স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে যদি সেই অভিজ্ঞতার সঞ্চার করা যায় তাহলে আগামীদিনে এই ছাত্র ছাত্রীরা তাঁদের অভিজ্ঞতা গুলু মানুষ কে সচেতন করার বিষয়ে কাজে লাগাতে পারবে, সাধারণ মানুষ জানতে পারবে ব্যাংকে কিভাবে দৈনন্দিন কাজ কর্ম কিভাবে করতে হয়। ছয়টি স্কুলের মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করেছে মনাইপাথর দ্বাদশ বিদ্যালয়, তৃতীয় স্থান লাভ করেছে কৃষ্ণ নগর দ্বাদশ বিদ্যালয়।
প্রতিযোগিতায় পুরস্কার স্বরূপ প্রতিটি স্কুলকে আর্থিক পুরস্কারের পাশাপাশি ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দলকে দেওয়া হয় দশ হাজার টাকার চেক, দ্বিতীয় দলকে দেওয়া হয় সাড়ে সাত হাজার টাকার চেক এবং তৃতীয় বিজয়ী দলকে দেওয়া হয় পাঁচ হাজার টাকার চেক। এছাড়াও প্রতি যোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয় আর বি আই এর লোগো সম্বলিত টুপি, ছাতা ও টি শার্ট। কুইজ পরিচালনা করেন শাখা সঞ্চালক আর বি আই মনোজ কুলকার্নি। ছিলেন এল ডি এম টন সিং, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ এবং পুর পরিষদের শিক্ষা স্বাস্থ্য ও সেনিটেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী।জেলা পর্যায়ে কুইজ পর্ব সম্পন্ন হলে পরে আগামী জুলাই মাসের ছয় থেকে আট তারিখের মধ্যে রাজ্য পর্যায়ে আগরতলা পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক আর্থিক সাক্ষরতা বিষয়ক কুইজ, যেখানে জেলা পর্যায়ে যে সমস্ত স্কুল গুলু প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তারা ঐ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ব্যাংক মেনেজার মনোজ কুলকার্নি পরিচালিত কুইজ অনুষ্ঠানটি ছিলো প্রানবন্ত।।