বিলোনিয়াঃ বুধবার ছিল আন্তর্জাতিক যোগা দিবস । এই দিবসকে সামনে রেখে দক্ষিণ জেলার যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যোগাদিবস। প্রদীপ প্রজ্জ্বলনের এর মাধ্যমে এই দিবসের অনুষ্ঠানের কর্মসূচি সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। সাথে ছিলেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ এ, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, তথ্য সংস্কৃতি দপ্তরে বলিষ্ঠ আধিকারিক রিপন চাকমা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা । অনুষ্ঠানের মঞ্চে যোগার উপকারিতা নিয়ে আলোচনা করেন অতিথিরা । এরপরেই শুরু হয় যোগা অনুশীলন । দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, চেয়ারপারসন সহ অন্যান্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও আইসিভি কলেজের ছাত্র-ছাত্রীরা, ক্রিড়া শিক্ষকরা এই দিন যোগা অনুশীলন করেন।যোগাতে যে সমস্ত স্কুল অংশগ্রহণে করে এবং তাদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের হাতে ট্রফি তুলে দেয় অনুষ্ঠানের অতিথিরা।