ধর্মনগরঃ
আবারো উত্তর জেলার ধর্মনগর থানার হাতে আটক প্রায় এগারো লক্ষ টাকার ইয়াবা টেবলেট ও হেরোইন।সাথে আটক চার পাচারকারী।ধৃতরা যথাক্রমে আব্দুল ওদুদ(১৮)বাড়ি ধর্মনগরের কামেশ্বর,কাবিল আহমেদ(২৫) বাড়ি ধর্মনগরের সাবাজপুর,শ্রীবাস নাথ(২৬) বাড়ি কদমতলার সরলা ও সঞ্জীব কালুয়া(৩০) বাড়ি ধর্মনগরের রাজবাড়ী এলাকায়।স্হানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে মাদক পাচারকারীর একটি দল ধর্মনগর শহরে মাদক সরবরাহ করবে।সেই সূত্র ধরে বুধবার সকাল থেকে ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় সাদা পোশাকে অভিযানে নামে স্হানীয় থানার পুলিশ।পরে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর কালী দিঘীর পাড় এলাকায় সন্দেহভাজন TR05C/6442 নম্বরের একটি পালসার বাইক দাড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন সময় বাইকে থাকা তিন যুবকের কাছ থেকে ১৪০০ টি ইয়াবা টেবলেট উদ্ধার হয়।সাথে আটক করা হয় আব্দুল ওদুদ,কাবিল আহমেদ ও শ্রীবাস নাথ নামের তিন পাচারকারীকে।
পরবর্তীতে ইয়াবা টেবলেট সমেত বাইক ও তিন পাচারকারীকে ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ। অপরদিকে মঙ্গলবার রাত আটটা নাগাদ শহরের রাজবাড়ী এলাকার
সঞ্জীব কালুয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬.৫ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসের চার তারিখ সঞ্জিব কালুয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০০ কৌটা হেরোইন সমেত তার বাবা নির্মল কালুয়াকে আটক করেছিল ধর্মনগর থানার পুলিশ।এমর্মে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের কালোবাজারি মূল প্রায় এগারো লক্ষ টাকা। পুলিশ সুনির্দিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।