কুমারঘাটঃ
আবারো মদ বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করল উনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ। সংবাদে প্রকাশ রবিবার গভীর রাতে পেচারথল থেকে কুমারঘাট হয়ে যাওয়ার পথে রাতিয়াবাড়ি এলাকায় TRO4EO259 নম্বরের একটি চার চাকার মারুতি সুজুকি কুমারঘাট থানা পুলিশের হাতে ধরা পড়ে। শেষে পুলিশ চেকিং চালিয়ে গাড়িতে থাকা 21 কার্টুনে 650 বোতল বিভিন্ন ধরনের বিলেতি মদ উদ্ধার করে। সঙ্গে দুজন নেশা ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে উনাদের নাম অমিত কুমার ত্রিপুরা, বয়স 32, অপর ব্যক্তি বিশ্বজিৎ দেববর্মা বয়স 35। এরা দুজনের বাড়ি লংতরাইভেলি মনু থানাধীন 82 মাইল নালকাটা এলাকায়। পুলিশ তাদের গ্রেপ্তার করে কুমারঘাট থানার হেপাজতে নিয়ে যায়, সোমবার দুজনকে কৈলাসহর জেলা কোর্টে প্রেরণ করে পুলিশ । ইদানিংকালে দেখা গেছে আসাম আগরতলা 8 নং জাতীয় সড়ক, পাশাপাশি কৈলাশহর কমলপুর হয়ে সিধাই মোহনপুর হয়ে বিকল্প NH208 বিকল্প জাতীয় সড়ককে করিডোর বানিয়ে বিভিন্ন দলের নেশার আদান-প্রদান চলছে। কুমারঘাট থানার OC শংকর সাহা প্রতিক্রিয়া দিলেন সাংবাদিকদের সামনে।
উনি আরো বলেন আগামী দিনে কুমারঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে ।