উদয়পুরঃ
নেশা বিরোধী অভিযানে আবারোও বড় সাফল্য পেলো উদয়পুর রাধা কিশোর পুর থানা পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মহারানী হিরাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ খোরশেদ আলী নামে এক নেশা বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। থানায় পুলিশি জিজ্ঞাসাবাদে খোরশেদ আলি নামে ওই নেশা বিক্রেতা নেশা সামগ্রী যোগানদাতার নাম পুলিশের সামনে স্বীকার করে। এবং আজই সোনামুড়া রাঙ্গামাটি এলাকার ওমর ফারুক নামে তার নেশা সামগ্রী যোগানদাতা তাকে নেশা সামগ্রী প্রদান করার কথা রয়েছে বলে সে পুলিশকে জানায়। সেইমতো রাধা কিশোর পুর থানার একটি বিশেষ টিম তাকে সঙ্গে সোনামুড়া রাঙ্গামাটি এলাকায় গিয়ে উৎপেতে বসে থাকে নেশার যোগানদাতা তথা নেশাকারবারি ওমর ফারুককে পাকড়াও করতে।সোনামুড়াই গিয়ে অভিযান চালাতেই মিলে বিপুল সাফল্য। নেশা যোগানদাতা তথা নেশাকারবারি ওমর ফারুক সহ সঙ্গে আরো এক যুবককে আটক করতে সক্ষম হয় রাধা কিশোরপুর থানার বিশেষ টিম।তৎসঙ্গে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ একটি বাইক। বর্তমানে ওই তিন নেশা কারবারি পুলিশি হেফাজতে রয়েছে।আগামী দিনেও রাধা কিশোর পুর থানার এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান রাধাকিশোর পুর থানার ওসি বাবুল দাস।