বিলোনিয়াঃ
সরকারি ন্যায্য মূল্যের দোকানের মালিকানা কেড়ে নেওয়ার হুমকি ও অবৈধ প্রয়াস উপ প্রধানের। শাসক দলের একাংশ নেতৃত্বদের মধ্যে প্রতিযোগিতা চলছে শুধু খাই খাই । এই খাই খাই করতে করতে জোর জবরদস্তি করে কেড়ে নেওয়ার হিরিক চলছে বিলোনিয়া জুরে। পাম্প অপারেটর হোক, নতুবা মিডডে মিলের রান্নার কর্মী, হোক সরকারি ন্যায্য মূল্যের দোকানের মালিক । সব কিছুতেই থাবা বসিয়ে জোর জবরদস্তি চাপ দিয়ে কেড়ে নেওয়ার জন্য মরিয়া দলের একাংশ নেতৃত্ব , এমনই অভিযোগ উঠছে বিভিন্ন এলাকা থেকে । বিলোনিয়া মহাকুমাধীন উত্তর ভারত চন্দ্র নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকে আবারো অভিযোগ উঠলো সরকারী মূল্যের দোকানের মালিক হারাধন ধরের কাছ থেকে মালিকানা জোর জবরদস্তি করে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে উওর ভারত চন্দ্র নগর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান । দোকানে তালা মারা থেকে শুরু করে, রাস্তা নির্মাণ করার নামে দোকানের দুই পাশে ড্রজার চালিয়ে মাটি কাটা সহ বিভিন্ন সময়ে হুমকি ধমকি দেওয়া কোন কিছুই বাদ রাখছে না উপপ্রধান ভবতোষ ভৌমিক সহ উত্তর ভারত বাজার কমিটির সম্পাদক প্রেমতোষ ভৌমিক, আট নং বুথের পৃষ্টা প্রমুখ সন্তোষ ভৌমিক ও আট নং বুথের সভাপতি দীপক মজুমদার। এমনই অভিযোগ সরকারি ন্যায্য মূল্য দোকানের মালিক হারাধন ধরের। বর্ষার দিনে দোকানের চারিদিকে ইচ্ছে করে কোন পরিকল্পনা ছাড়া জোর জবরদস্তি করে মাটি কাটার ফলে সরকারি ন্যায্য মূল্যের দোকান ঘরের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল । যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে দোকান ঘর । এই বিষয়ে উত্তর ভারত চন্দ্রনগরে পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করা হলে উনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান আমাদের প্রতিনিধিকে।
এর আগেও একই পন্থায় এই রেশন দোকান হাতিয়ে নেবার প্রয়াস করেছিল উপপ্রধান । পরে আদালত পর্যন্ত গড়ায় মামলা। ১৯৮৯ সাল থেকে লাইসেন্স অনুযায়ী ৩৫ বছর পর্যন্ত হারাধন ধরের কাছেই থাকছে এই রেশন দোকানের মালিকানা । কিন্তু উপ প্রধান বেআইনি ভাবেই তা হাতিয়ে নেবার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ । এখন বর্তমান রেশন মালিক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন তার এই বিষয়টিতে দৃষ্টিপাত করার জন্য।