হাপানিয়াঃ
বিশ্বাবিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থা ! অভিযোগের তির এক এসিস্টেন্ট প্রফেসরের দিকে। নিপীড়িত ছাত্রী মানসিক এবং শারিরীকভাবে অসুস্থ হয়ে পরে। তাকে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হয় হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডক্যাল কলেজে। হাসপাতাল চত্বরের এবিভিপি ছাত্র সংগঠনের বিক্ষোভ। জানা যায় সোমবার ত্রিপুরা ইউনিভার্সিটির ফিলোসোফি বিভাগের মৌখিক পরীক্ষা ছিল। আর সেই মৌখিক পরীক্ষায় যথারীতি অংশ নিতে যায় সেই ছাত্রীটিও। আর সেখানেই নিজ চেম্বারে নির্জনতার সুযোগ খুজে ছাত্রীকে কুপ্রস্তাব দেয় এসিস্টেন্ট প্রফেসর ভুপেশ দেব্বর্মা। পরে ছাত্রীর সাথে শ্লীলতাহানির চেষ্টাও করে কুলাঙ্গার সেই প্রফেসর। পরে জানাজানি হতেই ঘটনাটি ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে দৌড়ঝাপ শুরু হয়। তখনই অজ্ঞান হয়ে পরে ছাত্রীটি। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসালয়ে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে ছাত্রীটির অক্সিজেন মাত্রা কমতে থাকায় তাকে তড়িঘড়ি হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। হাপানিয়ায় উক্ত বিষয়টি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অভিযুক্ত প্রোফেসরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায় ছাত্রছাত্রীরা।
ছাত্রীর মা অভিযুক্ত প্রফেসরের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে হাপানিয়া ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দীপক শর্মা। তিনি ঘটনার তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং তারই সাথে ছাত্রীটির দ্রুত সুস্থতা কামনা করেন।