কুমারঘাট:
পুলিশ হেফাজতে থাকা এক নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আবারো বড়োসড় সাফল্য কুমারঘাট থানার পুলিশের। জানা যায় গত ১৩ জুন কুমারঘাট থানার পুলিশ কুমারঘাট রেল স্টেশন থেকে নেশা সামগ্রী সহ ধীমান দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ১৪ জুন নেশা কারবারিকে আদালতে প্রেরণ করলে আদালতের নির্দেশে কুমারঘাট থানার পুলিশ নেশা কারবারি ধিমান দত্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আনে। পুলিশ ওই নেশা কারবারি কে জিজ্ঞাসাবাদ চালিয়ে রতিয়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের সারদা পল্লী এলাকার ডব্লু ভূষণ দাস ওরফে বাবলু নামে এক ব্যক্তির নাম জানতে পারে। পরে শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ কুমারঘাট থানার পুলিশ সারাদাপল্লী এলাকার ডব্লু ভূষন দাসের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে ১ লক্ষ ৩১ হাজার ৫৬০ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করে তার সাথে ডব্লু ভূষণ দাসকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে শনিবার রাতেই পুলিশ ২০(বি)(২),২৯ এন ডি পি এস ধারায় মামলা নথিভুক্ত করে। রবিবার ধৃত ডব্লু ভূষণ দাসকে ঊনকোটি জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করবে।