দামছড়া:
ওসির চেয়ারে বসেই সংবাদের শিরোনাম দখল করে রেখেছেন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া থানার ওসি রাজু ভৌমিক।সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসারের লাগাতার পাচার বিরোধী অভিযানে কুপোকাত পাচারকারীরা।ওসির চেয়ারে বসার এক মাস পূর্ন হয়নি এরি মাঝে বার্মিজ সুপারি, বার্মিজ গরু, বার্মিজ সিগারেট,বিলেতি মদ, নিষিদ্ধ শূকর সহ অনান্য সামগ্রী পাচারের পথে আটক করে পাচারকারীদের মাঝে ত্রাস সৃষ্টি করেছেন।সাথে স্হানীয় জনগণের কাছ থেকে সাধুবাদ কুড়িয়ে নিয়েছেন। অনুরুপ শনিবার দুপুর আড়াইটে নাগাদ গোপন খবরের ভিত্তিতে দামছড়া থানার ওসি রাজু ভৌমিক দলবল নিয়ে থুমসরাই ও রাধা কিশোর পুর এলাকায় পৃথক দুটি নেশা বিরোধী অভিযান চালান।অভিযান চালিয়ে অসম থেকে রাজ্যে প্রবেশের পথে নম্বর বিহীন মারুতি ইকো গাড়ি এবংTR04A/3682 নম্বরের যাত্রী বাহী অটো থেকে ঊনষাট কার্টন বিলেতি মদ উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় দুটি গাড়ি সহ গাড়ি দুটির চালক তথা পাচারকারীকে।ধৃতরা যথাক্রমে বিভাষ দেব পিতা মৃত বিমল দেব।বাড়ি কাঞ্চনপুরের শুকনাচরা এলাকায় এবং মনোজ সিনহা পিতা নবকুমার সিনহা।বাড়ি করিমগঞ্জ জেলার বাজারিছড়ার পিপলাছড়া এলাকায়।এমর্মে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালালে উঠে আসে এই সাফল্য।দুটি গাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের ১০২০ টি বিলেতি মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।