বিশালগড়:
আবারও এক অপরিচিত ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা শনিবার সাত সকালে বিশালগড় থানাধীন হরিশনগর চা বাগানে। মৃতদেহটি বড় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। মৃত্যুর এই ঘটনায় অনেকদিন হয়ে যাওয়ায় মৃতদেহটি পঁচাগলা অবস্থায় ছিল। শনিবার সকালে একই এলাকার মিঠুন তাঁতি নামে এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। সাথে সাথেই বিশালগড় থানায় খবর গেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতদেহটি গাছ থেকে নামিয়ে ঘটনাস্থলেই ময়না তদন্তের ব্যবস্থা করছে মহকুমা প্রশাসন। খবর লেখা পর্যন্ত মৃতদেহটির পরিচয় জানা যায়নি। যেহেতু স্থানীয় কোন পরিবার থেকে সনাক্ত হয়নি তাই অনুমান করা হচ্ছে মৃত ব্যক্তি স্থানীয় এলাকার নয়। আর এর ফলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আরো বৃদ্ধি পায় বিশালগড়ের হরিশনগরে। তবে মৃতদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সংশয়ে রয়েছে পুলিশ। উল্লেখ্য বিশালগড়ের হরিশনগর চা বাগান এলাকায় এর আগেও একাধিক অপরিচিত মৃতদেহ উদ্ধার হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্ধারকৃত মৃতদেহ গুলো রাজ্যের অন্যান্য প্রান্তের বলে সনাক্তও হয়। শনিবারের এই ঘটনায় উদ্ধারকৃত মৃতদেহটির ময়নাতদন্তের পর মহকুমা প্রশাসন জিবির মর্গে পাঠিয়ে দেবে মৃতদেহটিকে। সেখানে ৭২ ঘন্টা রাখা হবে, ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় না মিললে বটতলা মহাশ্মশানে সরকারি উদ্যোগে সতকার করা হবে। তবে বিশালগড়ের এই হরিশনগর চা বাগান এলাকা যে অসামাজিক কাজের এক গোপন আস্তানা তা একাধিক ঘটনায় প্রমাণিত হয়েছে। স্থানীয়দের দাবি মহকুমা প্রশাসন তথা পুলিশের তরফে এই এলাকায় নিরাপত্তা নিয়ে আরও তৎপরতা বৃদ্ধি করা হোক।