কৈলাশহর:
ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় 35 টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার মত হবে বলে জানা যায় ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে বাবুরবাজারে। কৈলাশহরের মধ্যে সর্ববৃহৎ বাজার হচ্ছে বাবুরবাজার সংবাদে প্রকাশ গতকাল গভীর রাতে বাবুরবাজার হাজি আকবর আলীর সেটে হঠাৎ করে আগুন লেগে যায় সেই সেটে প্রায় ৩৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তা এখনো সঠিকভাবে জানা যায়নি স্থানীয়রা দাউ দাউ আগুন দেখে আতকে উঠেন উনারা খবর পাঠান কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা যাবার পূর্বে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি খবর পাঠান হয় কৈলাসহর ইরানি থানায় ঘটনাস্থলে ইরানি থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেন এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কৈলাসহ অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে একরাশ খুব উগরে দেন।