Home BREAKING NEWS বজ্রপাতে আহত একই পরিবারের শিশু, মহিলা সহ মোট তিনজন

বজ্রপাতে আহত একই পরিবারের শিশু, মহিলা সহ মোট তিনজন

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

বজ্রপাতে আহত একই পরিবারের শিশু মহিলা সহ মোট তিনজন! ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য! ঘটনা, তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামি এলাকায় শুক্রবার সন্ধ্যায়।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেল থেকেই গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা জুড়েও শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। সেই সময় মুঙ্গিয়াকামি এলাকায় নিজ ঘরেই ছিল বুদ্ধলক্ষ্মী দেববর্মা ও তার পুত্রবধূ সুরবালা দেববর্মা সহ বুদ্ধলক্ষ্মী দেববর্মার ১৩ বয়সী নাতি পিউস দেববর্মা। কিন্তু আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়। এই বজ্রপাতে গুরুতর আহত হয় ঘরে থাকা ঐ তিনজন। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুঙ্গিয়াকামি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে।
উল্লেখ্য, গত একদিন পূর্বেও তেলিয়ামুড়া মহকুমায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছিল। গোটা রাজ্যজুড়ে একের পর এক বজ্রপাতে মৃত্যু এবং আহতদের ঘটনায় জনমনে এক প্রকার চাঞ্চল্য বিরাজ করছে।।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato