ছবিটি আপনাকে বিচলিত করতে পারে
সোনামুড়াঃ
আর কত নিচে নামবে মানুষ। আর কতবার লুণ্ঠিত – কলঙ্কিত হবে সভ্যতা। মান এবং হুস এই দুইয়ের সমন্বয়ে মানুষ আজ তা মনুষ্যত্ব হারাচ্ছে প্রতিক্ষণে । পশুও আজ মানুষের চেয়ে মানবিক। সদ্যজাত শিশু সন্তানটিকে যখন কামড়ে খুবলে খাচ্ছিল একটি পথকুকুর, তখন প্রতিটি মুহুর্তে ধর্ষিতা হচ্ছিল মানবিকতা। সে যেকোন ভাবেই হোক, বৈধ কিংবা অবৈধ , নিজ সন্তানকে এভাবে কুকুরে ছিঁড়ে খাবার জন্য ফেলে দেওয়া সেই পাষণ্ড কখনোই মা কিংবা পিতা হতে পারেনা। জলাশয়ের পার থেকে বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার মানব ভ্রূণ। মাটিচাপা দেওয়া সেই ভ্রূণ উপরে তুলে খুবলে খাচ্ছিল একটি কুকুর। ঘটনা সোনামুড়া মহকুমার মেলাঘর থানাধীন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বড়ঢেপা এলাকায়। জমকাল শহরের পাশাপাশি গ্রমীন এলাকায় এই কলঙ্কজনক ধারার আমদানী হওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। শুক্রবার সকালে এই ঘটনা প্রতক্ষ করেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য ভূমিষ্ঠ হওয়ার আগে, কি ছিল এই শিশুটির দোষ ? সেও তো এই পৃথিবীর আলো বাতাস দেখতে চেয়েছিল। কিন্তু ক্ষনিকের লালসায় নিজেদের ভুলের কারনে আজ এই নিষ্পাপ প্রাণটির এই পরিনতি ? ঘটনার খবর পেয়ে ঘটানস্থলে আসে মেলাঘর থানার পুলিশ। শুরু হয় তদন্ত। গ্রামীণ এই এলাকাটির মানুষ সামাজিক এই অবক্ষয়কে মেনে নিতে পারছেননা। তাদের বক্তব্য এই ঘটনা আগে কখনো ঘটেনি এই এলাকায়। যা এলাকার জন্য লজ্জা ও কলঙ্কের।