Home BREAKING NEWS অভাবের তাড়নায় আত্মঘাতি এক মৎস্য ব্যবসায়ী

অভাবের তাড়নায় আত্মঘাতি এক মৎস্য ব্যবসায়ী

by News On Time Tripura
0 comment

কদমতলাঃ

অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম খীতিন্দ্র মহিষ্যদাস। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ভারত বাংলা সীমান্তের তারকপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে। জানা গেছে, শুক্রবার সাত সকালে তারকপুর গ্রামের বাসিন্দা খীতিন্দ্র দাসকে তার বাড়ির গোয়াল ঘরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।তখন খবর দেওয়া হয় কদমতলা থানায়।খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে আসে। ময়নাতদন্তের পর এদিন বিকেলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় স্হানীয় থানার পুলিশ। এদিকে পরিবার সূত্রে জানা গেছে,মৃত ব্যক্তি পেশায় মাছ ফেরি করতো। সংসারে লোকজনের সংখ্যা ছিল বড়।তাই সংসার প্রতিপালন করতে হিমসিম খেত সে।এক কথায় অভাব অনাটন ছিল নিত্য সঙ্গী। তাছাড়া ছিল মাইক্রো ফাইনান্সের কিস্তি।তাই তাদের প্রাথমিক অনুমান অভাবের তাড়নায় হয়তোবা ফাঁসিতে ঝোলে আত্মহত্যা করেছে।তবে গৃহস্থের আকস্মিক মৃত্যুতে পরিবারে যেমন ঘোর অমাবশ্যা নেমে এসেছে তেমনি,এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে স্হানীয় থানার পুলিশ।তবে পুলিশি তদন্তেই এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী মৃতের পরিবার।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato