সোনামুড়াঃ
আবার আক্রান্ত সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারীর হাতে হেনস্থার শিকার সাংবাদিক। ঘটনার প্রতিবাদে সোনামুড়া প্রেস ক্লাব। সোমানুড়া মহকুমা কার্যালয়ের আধার সেকশনে জালিয়াতি এবং হয়রানীর অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগমুলে সেই খবর কাভার করতে যায় সোনামুড়ার সাংবাদিক মোঃ মামুন। আর সেখানেই মহকুমা দপ্তরের এক চতুর্থ শ্রেনীর কর্মচারী তন্ময় দাসের হাতে আক্রান্ত হন সাংবাদিক মোঃ মামুন। অভিযোগ এই তন্ময় দাস পয়সার বিনিময়ে আধার সেকশনে অবৈধভাবে জলিয়াতির রেকেড চালাচ্ছে। যেখানে বিনামুল্যে আধার সংক্রান্ত বিষয়ে পরিষেবা দেওয়ার কথা সেখানে তন্ময়ের সাথে মিলে টাকা নিচ্ছে দপ্তরের কর্মচারীরা। আর এই টাকা তুলছে তন্ময় । আর বৃহস্পতিবার সেই রেকেটের পর্দাফাস হয়ে যাবার পর সাংবাদিকের উপর চোড়াউ হয় সেই অভিযুক্ত তন্ময়। এক পর্যায়ে সাংবাদিকের কেমেরা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তন্ময় দাস । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অফিস চলাকালীন অবস্থায় তন্ময় নেশাগ্রস্থ অবস্থায় ছিল। উপস্থিত লোকজন ঘটনার প্রতিবাদ করতে থাকলে পালিয়ে যায় তন্ময়।
এই খবর পেয়ে ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানায় সোনামুড়া প্রেসক্লাব। পরবর্তী সময় ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় মামলা করে সাংবাদিক মামুন। বিষয়টি নিয়ে সোনামুড়া মহকুমা শাসক ও সোনামুড়া থানা কতৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছে সোনামুড়া প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি রাখে সোনামুড়া প্রেস ক্লাব কর্তৃপক্ষ । অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতা বাধ্য হবে সাংবাদিকরা ।